Saturday, June 21, 2025
Latestআন্তর্জাতিক

ড্রাগন আর হাতির নাচে মিলবে চিন-ভারত: জিনপিং

চেন্নাই: ২ দিনের এক ঘরোয়া সফরে এসে ভারতের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক শেষে দু’দেশের মাঝে সংস্কৃতি আর ঐতিহ্যের হাত ধরে সম্পর্কের নতুন মাইলফলক সৃষ্টির আভাসও দিলেন জিনপিং।

চিনের প্রেসিডেন্ট জিনপিং জানান, সমস্ত বিভেদ ভুলে দুই দেশের উচিৎ একে অন্যের সুযোগসুবিধের দিকে দৃষ্টি রাখা। এতে দু’দেশেরই লাভ। দু’দেশ একই সঙ্গে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। এবং এই মিলমিশ ধরে রাখতে হবে সমস্ত দৃষ্টিকোণ থেকেই। মনে রাখতে হবে দুটি দেশ একে অন্যের প্রতিবেশি। পড়শি যদি সুজন হয় তাহলে উপকার দুই পক্ষেরই। একই সঙ্গে একে অন্যের প্রতি বিশ্বাস ও আস্থা ধরে রাখার কথাও বলেন জিনপিং।

২ দিনের সফর শেষে দেশে ফিরে জিনপিং আরও জানান, এই সফর ফলপ্রসূ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে দুই দেশের আর্থিক উন্নয়ন, বাণিজ্যের অগ্রগতি নিয়ে কথা হয়েছে। দু’দেশের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে জিনপিং বলেন, ড্রাগন আর হাতির নাচ দুই দেশের সংস্কৃতির অঙ্গ। এই সংস্কৃতিই একমাত্র মেলাতে পারে দু’দেশকে।

চেন্নাইয়ে জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই বৈঠক আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। মোদীর সঙ্গে বৈঠকে মিলিত হতে চেন্নাই পৌঁছানোর পর রাজকীয় অভ্যর্থনা দেয়া হয় জিনপিংকে। সেই সঙ্গে আয়োজন করা হয় মহা ভোজেরও।