Sunday, March 16, 2025
দেশ

৩৭০ ধারা বিলোপ, রামমন্দির, নাগরিকপঞ্জি; বিজেপির ইস্তেহারের ১০ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের তিনদিন আগে আজ, সোমবার ইস্তাহার প্রকাশ করল বিজেপি। ইস্তাহারের নাম ‘সংকল্প পত্র’। ইস্তাহারে কৃষকদের রোজগার দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া রামমন্দির তৈরী করা, সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তোলা, জাতীয় নাগরিকপঞ্জি ও সন্ত্রাসবাদ দমনের কথাও বলা হয়েছে। রাজনাথ সিং বলেন, ক্ষমতায় এলে যত তাড়াতাড়ি সম্ভব রামমন্দির নির্মাণের চেষ্টা করা হবে।

এক নজরে দেখে নিন বিজেপির ইস্তেহারের ১০ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট:

  • সন্ত্রাসবনাদের প্রতি কড়া মনোভাব নেওয়া হবে। সশস্ত্র বাহিনীকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে।
  • সেনাকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করতে সরঞ্জাম কেনার ব্যাপারে জোর দেওয়া হবে।
  • অনুপ্রবেশ রুখতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হবে।
  • সংবিধানের ৩৭০ এবং ৩৫ এ ধারা বিলোপ করা হবে।
  • কোনওরকম সুদ ছাড়া ১ লাখ টাকা পর্যন্ত কিশান ক্রেডিট কার্ড দেওয়া হবে।
  • ইস্তেহার প্রকাশ করে বিজেপির দাবি ১৩০ কোটি ভারতীয়র স্বপ্ন পূর্ণ হবে।
  • বিজেপি ক্ষমতায় আসার পর অবিলম্বে রাম মন্দির নির্মাণ করা হবে।
  • ২০২২ সালের মধ্যে সবার জন্য বাড়ি তৈরি করা  হবে।
  • ২০২৪ সালের মধ্যে পরিকাঠামো খাতে একশো কোটি টাকা বিনিয়োগ হবে।
  • ইস্তেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশ একটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে  যাবে।

অমিত শাহ বলেন, ভারত এখন বিশ্বে এক মহাশক্তি। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে আন্তর্জাতিক মহলে ভারতের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু এখন আমাদের দেশ বিশ্বের প্রধান ছ’টি অর্থনীতির অন্যতম।

বিজেপি সভাপতির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের প্রতিটি অংশের প্রতি ন্যায়বিচার করেছেন। তিনি গ্রামে রান্নার গ্যাস পৌঁছে দিয়েছেন, সবার জন্য সস্তায় স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন, কৃষকদের জন্য কল্যাণমূলক প্রকল্প এনেছেন।