প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার না করায় অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড দূরদর্শন কর্মী
চেন্নাই: সরকারি টিভি চ্যানেল হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান সম্প্রচার না করায় অনির্দিষ্টকালের জন্য এক দূরদর্শনের অফিসারকে সাসপেন্ড করল উচ্চতর কর্তৃপক্ষ। ওই দূরদর্শন কর্মীর বিরুদ্ধে অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাজের পড়ুয়াদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দেশ ছিল থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠান সম্প্রচার করা হয়নি চেন্নাই দূরদর্শনে। আর সেই কারণেই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল চেন্নাই দূরদর্শন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর বসুমতিকে।
তবে ওই দূরদর্শন কর্মীকে বরখাস্ত করার কারণ উল্লেখ করা হয়নি। তবে চেন্নাই দূরদর্শনের কর্মীদের একাংশের অনুমান, মাদ্রাজ আইআইটিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচারিত না করার জন্যই, তাঁকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, উচ্চতর কর্তৃপক্ষ ওইদিন মোদীর অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দিয়েছিল আর বসুমতিকে। অভিযোগ, নির্দেশ পাওয়া তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার করেননি তিনি। যা পরিষ্কার নিয়মবিরুদ্ধ বলে মনে করছে উচ্চতর কর্তৃপক্ষ। এই কারণেই সেন্ট্রাল সিভিল সার্ভিস রুল ১৯৬৫ অনুযায়ী বরখাস্ত করা হয় ওই কর্মীকে।
জানা যায়, ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আইআইটি মাদ্রাজে অনুষ্ঠান চলাকালীন সময়ে ডিডি চেন্নাইতে তামিল গান ও নাটকের একটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর দফতরের। সাথে সাথেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই প্রসারভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। সম্পূর্ণ বিষয়টি সারভারতী কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা ওই দূরদর্শন কর্মীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেন।