Monday, March 24, 2025
রাজ্য​

‘২ কোটি কেন, ২ জনের গায়ে হাত দিয়ে দেখান’, এনআরসি ইস্যুতে কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

কলকাতা: এনআরসির প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার চিড়িয়া মোড় থেকে মিছিল হাঁটলেন শ‍্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত। সেখানে এক জনসভায় মমতা বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন, আগুন নিয়ে খেলবেন না।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সংস্কৃতি নষ্ট করার চক্রান্ত চলছে, কিন্তু বাংলার সংস্কৃতিই দেশের সংস্কৃতি। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরেকটা দেশ ভাগ করার চেষ্টা করবেন না, আরেকটা ভারত ভাগ করার চেষ্টা করবেন না।

মুখ্যমন্ত্রী বলেন, মহারাষ্ট্রে গিয়ে হিন্দিভাষীদের যদি বলা হয় দেশ ছাড়ো, তবে তারা কোথায় যাবে? বাংলায় যদি বলা হয় বিহারী লোক এখান থেকে চলে যাও, উত্তরপ্রদেশে গিয়ে যদি বলা হয় এখান থেকে বাঙালিরা চলে যাও বা দিল্লি থেকে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সেটা মেনে নেওয়া হবে না। যারা এটা করছেন তাঁরা মনে রাখবেন আগুন নিয়ে খেলবেন না। আমরা সবাই দেশকে রক্ষা করার জন্য তৈরি আছি।

সম্প্রতি রাজ্যে এনআরসি করে দু’কোটি মানুষের নাম বাদ দেওয়ার কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তা নিয়ে চ্যালেঞ্জ করে মমতা বলেন, আর একটা বঙ্গভঙ্গের চেষ্টা করবেন না, আগুন নিয়ে খেলবেন না। ক্ষমতা থাকলে বাংলায় এনআরসি চালু করে দেখান। ২ কোটি কেন, ২ জনের গায়ে হাত দিয়ে দেখান।