Tuesday, June 24, 2025
Latestরাজ্য​

লকডাউনে রাজ্যের বাইরে আটকে পড়া সবাইকে ফিরিয়ে আনা হবে: মমতা

কলকাতা: লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পশ্চিমবঙ্গের মানুষদের ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করবে রাজ্য সরকার। সোমবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি। আমি থাকতে আপনারা কেউ অসহায় বোধ করবেন না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের মাঝেই ১১টা নাগাদ পরপর দুটি টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পশ্চিমবঙ্গের মানুষদের বাড়ি ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করবে রাজ্য সরকার। আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। আমি থাকতে, বাংলার কেউ অসহায় বোধ করবেন না। এই কঠিন সময়ে আমি আপনাদের সঙ্গে আছি।


টুইটবার্তায় মমতা জানান, ভিনরাজ্যে আটকে থাকা রাজ্যের মানুষদের ফিরিয়ে আনার জন্য তিনি ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর কথায়, আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছি। প্রত্যেককে যথাসম্ভব সাহায্য করার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখব না। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। কোটায় আটকে থাকা বাংলার পড়ুয়ারা শ্রীঘ্রই ফিরে আসবে।

উল্লেখ্য, সারা দেশে কয়েক লাখ বাংলার মানুষ আটকে রয়েছেন। লকডাউনের জেরে তাঁরা বাড়িতে ফিরতে পারছেন না। এর আগে রাজ্য সরকার  ভিনরাজ্যে আটকে থাকা মানুষদের আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছিল। এবার তাঁদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।