Tuesday, June 24, 2025
আন্তর্জাতিক

জুয়া খেলার অপরাধে গাধা গ্রেফতার

ইসলামাবাদ: জুয়া খেলার অপরাধে পাকিস্তানে এক গাধাকে গ্রেফতার করেছে পুলিশ। গাধাটিকে থানার বাইরে বেঁধে রাখা হয়েছে। গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। হাস্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরে।

পুলিশের দাবি, গাধাদের রেস করে জুয়া খেলছিল কয়েকজন। এই ঘটনায় একটি গাধা-সহ আটজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত। টুইটে তিনি লিখেছেন, জুয়ার দৌড়ে অংশ নেওয়া জন্যে রহিম ইয়ার খান শহরে একটি গাধাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। উদ্ধার করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।


জানা গিয়েছে, জুয়া খেলার বিষয় ছিল গাধার দৌড়। কোন গাধা জিতবে, তার উপর লাগানো হয়েছিল বাজি। অভিযুক্তরা গাধার উপর টাকা লাগিয়েছিলেন। জুয়া খেলা বেআইনি। খবর পেয়ে ঘটনা স্থলে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় আট জনকে ও একটি গাধাকে।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, গাধাটিকে গ্রেফতার করা হয়েছে। কারণ বাকিদের সঙ্গে গাধাটির নামও এফআইআরে উল্লেখ ছিল। থানার বাইরে গাধাটিকে বেঁধে রাখা হয়েছে।