Tuesday, March 25, 2025
দেশ

কাশ্মীর নিয়ে মধ্যস্থতায় নেই ট্রাম্প, স্পষ্ট করল আমেরিকা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার কথা আর ভাবছেন না তিনি। ট্রাম্প বলেন, দশক পুরনো মার্কিন নীতিতে কাশ্মীর নিয়ে আমেরিকার মধ্যস্থতা করার কোনো উল্লেখই নেই, বরং বলা আছে, এ বিষয়ে ভারত  ও পাকিস্তান দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানসূত্র খুঁজে বের করুক।

ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, জম্মু ও কাশ্মীরের মধ্যস্থতা করার তাঁর প্রস্তাব গ্রহণের বিষয়টি ভারত এবং পাকিস্তান, উভয় দেশের উপরেই নির্ভরশীল। যেহেতু এই মধ্যস্থতার প্রস্তাব ভারত গ্রহণ করেনি, তাই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি আর বিবেচনার মধ্যে নেই।

ভারতীয় রাষ্ট্রদূত শ্রিংলা বলেন, কাশ্মীর বিষয়ে আমেরিকার কোনও মধ্যস্থতা নীতি আগেও ছিল না। বরং দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীকে কাশ্মীর সহ দ্বিপক্ষীয়ভাবে তাদের মতপার্থক্য নিরসনে উৎসাহিত করার কথাই বলা আছে মার্কিন নীতিতে, যা নিয়ে শুধুমাত্র নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যেই আলোচনা হবে।

আমেরিকা’র দশক পুরনো নীতির বিষয়টি উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটিই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন নীতি। ভারতীয় রাষ্ট্রদূত আরো বলেন, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজও এই বিষয়টি নিয়ে খুব স্পষ্ট অবস্থানে রয়েছে।