Sunday, June 22, 2025
Latestআন্তর্জাতিক

দিল্লিতেও হামলার ছক কষেছিল সোলেইমানি: ডোলান্ড ট্রাম্প

ওয়াশিংটন: ইরানে বসেই কাশেম সোলেইমানি দিল্লি ও লন্ডনে হামলার ছক কষেছিলেন বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোলেইমানি মানুষকে হত্যা করতে ভালোবাসত। যাঁরা তার হামলায় মারা গিয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই। সোলেমানির মৃত্যুতে ওই এলাকায় সন্ত্রাসের অবসান হয়েছে, যা ভেবেই শান্তি পাচ্ছি।

শুক্রবার বাগদাদে মার্কিন এয়ারস্ট্রাইকে সুলেমানির মৃত্যুর পর সাংবাদিক বৈঠকে ডোলান্ড ট্রাম্প বলেন, দিল্লিতেও হামলার ছক কষেছিলেন সোলেইমানি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, অসুস্থ মানসিকতার মানুষ ছিলেন সোলেইমানি। মানুষকে খুন করাই তার পেশা ছিল। বিশ্ব সোলেইমানির সন্ত্রাস থেকে মুক্ত হল। যুদ্ধ পরিস্থিতি রুখতে সোলেইমানিকে হত্যা করা হয়েছে।


ট্রাম্প বলেন, কিছুদিন আগে ইরাকে মার্কিন অফিসে হামলায় এক আমেরিকান নাগরিক মারা যান। আর এক আমেরিকান গুরুতর জখম হন। বাগদাদে মার্কিন দূতাবাসেও হামলা করা হয়েছে। সোলেমানির নির্দেশেই দূতাবাসে হামলা করেছিল উত্তেজিত জনতা।

তবে, ট্রাম্প দিল্লির কোন জঙ্গি হামলার কথা বললেন তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, ২০১২ সালে ভারতে ইজরায়েলি প্রতিরক্ষা আধিকারিকের স্ত্রীর গাড়িতে বোমাবর্ষণের ব্যাপারে উল্লেখ করেছেন। এদিকে, সোলেমানির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই উত্তর বাগদাদে ফের ইরানি কনভয়ে হামলা করল মার্কিন সেনা। এই হামলায় নিহত হয়েছেন ৬ জন। এই হামলার মূল লক্ষ্য ছিল হাশদ আল শাবি।