ট্রাম্পের নির্দেশে এয়ারস্ট্রাইকে খতম ইরানি কম্যান্ডার জেনারেল সোলেমানি: পেন্টাগন
ওয়াশিংটন: মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হত্যা করা হয়েছে ইরানি কম্যান্ডার জেনারেল কাশিম সোলেইমানিকে। এমনটাই জানাল পেন্টাগন। শুক্রবার ভোর-রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের অন্যতম শীর্ষ জেনারেল সোলেইমানি প্রাণ হারান।
সোলাইমানি ছিলেন ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান। হামলায় সোলেইমানি ছাড়াও আরও ৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিস এবং মহম্মদ রিধা জাবরি।
এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আমেরিকার কূটনীতিক ও ইরাকে কর্মরতদের উপর হামলার সক্রিয় হামলার পরিকল্পনা করছিলেন সোলেইমানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশক্রমে কাশিম সোলাইমানিকে হত্যা করা হয়েছে। সোলাইমানির কুদস বাহিনীর আক্রমণেই শতাধিক মার্কিন ও যৌথ বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু।
হোয়াইট হাউসের তরফে টুইটে বলা হয়েছে, প্রেসিডেন্টের নির্দেশেই সন্ত্রাসবাদী সংস্থা ইরান রেভোলিউশনারি গার্ড কর্পস-কুদস ফোর্সের প্রধান কাশিম সোলেইমানিকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। বিদেশে কর্মরত মার্কিন কর্মীদের রক্ষার জন্য এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
At the direction of the President, the U.S. military has taken decisive defensive action to protect U.S. personnel abroad by killing Qasem Soleimani, the head of the Iranian Revolutionary Guard Corps-Quds Force, a US-designated Foreign Terrorist Organization.
— The White House (@WhiteHouse) January 3, 2020
পেন্টাগন বিবৃতিতে জানিয়েছে, হামলাটি চালানো হয়েছে ভবিষ্যতে ইরানকে হামলার পরিকল্পনা থেকে বিরত রাখার উদ্দেশে। মার্কিন সেনাবাহিনী আমেরিকার নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন।