‘ভারতের জনক’ সম্বোধন করে মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
নিউ ইয়র্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীকে ভূষিত করলেন নানা বিশেষণে। মোদীকে ‘ফাদার অফ ইন্ডিয়া’ বলেও উল্লেখ করেন ট্রাম্প! তবে শুধু ‘ফাদার অফ ইন্ডিয়া’ বলেই থেমে যাননি ট্রাম্প, মোদীকে রকস্টার এলভিস প্রেসলির সঙ্গেও তুলনা করেন। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী একজন দুর্দান্ত মানুষ, জেন্টেলম্যান এবং অসাধারণ নেতা।
হাউস্টনের ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে মোদী যেভাবে তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৬৯ বছরের এই ভারতীয় নেতাই হলেন ‘ফাদার অব ইন্ডিয়া’! এখানেই শেষ নয়, আমেরিকায় মোদীর জনপ্রিয়তা দেখে আমেরিকান রক অ্যান্ড রোল কিংবদন্তি এলভিস প্রেসলির সঙ্গেও মোদীর তুলনা করেছেন ট্রাম্প।
#WATCH US President: I remember India before was very torn. There was a lot of dissension, fighting&he brought it all together. Like a father would. Maybe he is the Father of India…They love this gentleman to my right. People went crazy, he is like an American version of Elvis. pic.twitter.com/w1ZWYiaOSu
— ANI (@ANI) September 24, 2019
ট্রাম্প বলেন, আমি মনে আছে আগের ভারতবর্ষ। খুবই ছিন্ন বিচ্ছিন্ন ছিল এই দেশ। প্রচুর মতবিরোধ ছিল, প্রচুর লড়াই ছিল। এবং মোদী সবাইকে একত্রিত করেছেন। একজন বাবার মতো তিনি সবাইকে বেঁধে রেখেছেন। হয়ত তিনিই ভারতের পিতা। আমাদের উচিত তাঁকে ভারতের জনক বলে ডাকা। আমি মনে করি তিনি ভারতের জন্য দুর্দান্ত কাজ করছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হাউডি মোদী’ অনুষ্ঠানটির দ্বারা প্রমাণিত হলো আমি ভারতকে কতটা পছন্দ করি এবং আপনাদের প্রধানমন্ত্রীকেও আমি কতটা পছন্দ করি। মোদীকে সকলে প্রচন্ড ভালোবাসে! মানুষজন পাগলের মতো তাঁদের ভালোবাসা জানিয়েছেন। মোদী যেন এলভিস প্রেসলির আমেরিকান সংস্করণ! গ্র্যান্ড ‘হাউডি, মোদী!