২৬ দিনে ৬০ কিমি পথ পাড়ি দিয়ে মালিকের কাছে পৌঁছালো পোষ্য কুকুর
বেইজিং: কুকুরের প্রভুভক্তির কথা সকলেরই জানা। মালিকের প্রতি বিশ্বস্ততা, আনুগত্য ও আপদ-বিপদে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে পোষা কুকুর। এমনই একটি কুকুর মালিককে খুঁজতে ২৫ দিনে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিল। মনিবের সঙ্গে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল কুকুরটি। অনেক খোঁজাখুঁজির পরেও কুকুরটিকে খুঁজে পাইনি মালিক। কুকুরটিকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি, তখনই বাড়ি ফিরেছে সে।
এই ঘটনাটি ঘটেছে চিনে। জানা গিয়েছে, কুকুরটির মালিকের নাম হাংঝোউ কিউ (Hangzhou Qiu)। আর তাঁর পোষ্য কুকুরের নাম দোউ দোউ (Dou Dou)। চিনের একটি সার্ভিস স্টেশনে কুকুরটিকে হারিয়ে ফেলেন তিনি।
তাঁর পরিবারের সবারই আদরের মনি ছিলো কুকুরটি। বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ওই সার্ভিস স্টেশনে দোউ দোউ হারিয়ে যায়। অনেক খুঁজেও পাওয়া যায়নি। দোউ দোউ হারিয়ে যাওয়ায় পরিবারের সবারই মন খারাপ ছিল। তাঁরা দোউ দোউয়ের ফিরে আসার আশাই ছেড়ে দিয়েছিলেন।
তবে ২৬ দিন পর বাড়ি ফিরে আসে দোউ দোউ। তাকে দেখে সবাই চমকে যান। তাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা গোটা পরিবার। তবে খুবই ক্লান্ত অবস্থায় বাড়ি ফেরে পোষ্য কুকুরটি। অনেক পথ হাঁটায় যথেষ্ট ক্লান্ত হয়ে পড়ে সে। তার সারা গায়ে ময়লা লেগে ছিল। এখন অবশ্য একদম ফিট রয়েছে দোউ দোউ। বাড়ি ফেরার আনন্দে তার চোখ গুলো আরও ঝকঝক করছে।
চিনের এক পশু বিশেষজ্ঞ জানিয়েছেন, এতটা দূর থেকে বাড়ি ফেরা খুবই কঠিন কাজ। তবে কুকুরের এমন ক্ষমতা নতুন কিছু নয়।


