বাইকের দাম ১৫ হাজার, ট্রাফিক আইন ভাঙায় জরিমানা ২৩ হাজার
নয়াদিল্লি: সম্প্রতি ট্রাফিক আইন ভাঙার শাস্তি বৃদ্ধি করা হয়েছে। আর সেটা এবার হাড়ে হাড়ে টের পেলেন দিল্লির গুরুগ্রামের বাসিন্দা দীনেশ মদন। ১৫ হাজার টাকার স্কুটি চালিয়ে একাধিক আইন ভাঙার অপরাধে দিল্লির ট্রাফিক পুলিশ তাঁকে ২৩ হাজার টাকা জরিমানা করল।
পুলিশ জানিয়েছে, দীনেশ হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিলেন বলে তাঁকে আটকানো হয়। তারপর দেখা যায় তাঁর কাছে লাইসেন্স, স্কুটির রেজিস্ট্রেশনের কাগজ, দুষণ নিয়ন্ত্রণ বোর্ডের ছাড়পত্র কিছুই নেই। সেই কারণেই এই বিপুল পরিমাণ জরিমানা হয়েছে।
মদনকে যে চালান দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে – দূষণ বিধি না মানায় জরিমানা ১০ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ হাজার, স্কুটারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকায় ৫ হাজার, থার্ড পার্টি ইনসিওরেন্স না থাকায় ২ হাজার এবং মাথায় হেলমেট না থাকায় ১ হাজার টাকা ফাইন করা হয়েছে।
Dinesh Madan has been charged Rs 23,000 as challan by Gurugram Traffic Police,says,”I wasn’t wearing helmet&didn’t have Registration Certificate (RC).Traffic police asked me to give him my scooty’s key but I denied. Immediately he printed a challan of Rs 23,000&seized my vehicle” pic.twitter.com/xCqi5iorea
— ANI (@ANI) September 3, 2019
এই বিপুল জরিমানার খবর ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে।