Thursday, June 19, 2025
Latestরাজ্য​

পুলিশকে ইট ছুড়লে তাদের ডেকে কি চা খাওয়াবে? দিলীপ ঘোষ

নয়াদিল্লি: দিল্লিতে হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। তবুও দিল্লিতে হিংসার ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে হিংসার বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, যারা পুলিশকে পাথর মারছে, গুলি করছে তাদের কি ডেকে চা খাওয়ানো উচিত ছিল? এই ধরণের দুষ্কৃতীদের বিরুদ্ধে আরও কড়া আচরণ করা উচিত।

তিন দিনের হিংসায় ঘটনায় দিল্লিতে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দিল্লি পুলিশের এক হেড কন্সটেবল ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিক। দিল্লির পরিস্থিতি শান্ত করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিলীপ ঘোষ বলেন, যারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর, গুলি ছুড়ছে তাদের কি ডেকে চা খাওয়ানো উচিত ছিল? এদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা উচিত পুলিশের। রাজ্য বিজেপি সভাপতির দাবি, জামিয়ায় যারা ইট ছুড়েছিল তারাই ইট ছুড়ছে জফরাবাদে।

তিনি বলেন, জামিয়াতে পুলিশ ঢুকে যখন ১০ জনকে গ্রেফতার করেছিল, তারা কেউ ছাত্র ছিল না। অথচ সেই ঘটনা নিয়ে সারা দেশে তুলকালাম হয়ে গেল। আর আজকে যখন তারাই আগুন জ্বালাচ্ছেন, তখন বিরোধী নেতারা দাঁড়িয়ে সেলফি তুলছেন, বলা হচ্ছে প্রশাসন কোথায়? সরকার অনেক সহ্য করেছে, আর নয়।