রাজ্যের মুসলিমরা শিক্ষায় পিছিয়ে, তাই তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি: দিলীপ ঘোষ
কলকাতা: ফের বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাজ্য বিজেপির অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে এসে রাজ্যের মুসলিমদের নিয়ে বিতর্কে জড়ালেন দিলীপবাবু। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমরা শিক্ষায়, সামাজিকতায়, চেতনায় সবকিছুতেই পিছিয়ে, তাই তাঁদের মধ্যে অপরাধ করার প্রবণতাও বেশি।
দিলীপবাবুর অভিযোগ, পূর্বতন বাম ও বর্তমান তৃণমূল সরকার মুসলিমদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তাঁদের কোনও উন্নয়ন করা হয়নি। মুসলিম তোষণের ফলেই তাঁদের কোনও উন্নয়ন হয়নি বলে দাবি দিলীপ ঘোষের।
দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে সিপিএম ও তৃণমূল ৪৪ বছর ধরে শুধুই মুসলিমদের তোষণ করে চলেছে, তা সত্বেও মুসলিমরা এত পিছিয়ে রয়েছে! এত বছরেও মুসলিমদের কেন কোনও উন্নতি হল না? কেন তারা শিক্ষিত হল না? তারা অশিক্ষিত বলেই তাদের অপরাধ প্রবণতা বেশি বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।
উল্লেখ্য, গরুর দুধে সোনা রয়েছে বলে ব্যাপক বিতর্কে জড়ান দিলীপ ঘোষ। সম্প্রতি ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে ‘স্বাধীন ভারত অমর রহে’ স্লোগান তুলেও তুমুল বিতর্কে জড়ান দিলীপ ঘোষ। শুধু তাই নয়, জুতো পরে তাঁকে জাতীয় পতাকা উত্তোলন করতেও দেখা যায়।


