যাঁরা গরুর মাংস খান, তাঁরা কুকুরের মাংসও খেতে পারেন: দিলীপ ঘোষ
বর্ধমান: ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ ও গাভি কল্যাণ সমিতি’র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, গরু আমাদের মা। গরুর দুধ খেয়েই আমরা বেঁচে থাকি। সুতরাং কেউ যদি আমার মায়ের সঙ্গে অপব্যবহার করে, আমি তাকে সেই শিক্ষাই দেব যা তার পাওয়া উচিৎ। ভারতের পবিত্র ভূমিতে গো-হত্যা ও গরুর মাংস খাওয়া মহা অপরাধ।
দিলীপবাবু বলেন, যারা গরুর মাংস খান, তাঁদের কুকুরের মাংসও খাওয়া উচিৎ। তাঁদের স্বাস্থ্যের জন্য দু’টোই সমান। তিনি বলেন, আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গরুর দুধের রঙ সোনালি হয়। আর বিদেশি গরু তো হাম্বা হাম্বাও ডাকে না। দিলীপ ঘোষের দাবি, কেবল দেশি গরুরাই আমাদের মা। বিদেশী গরুরা নয়। বিদেশি গরু, আন্টি।
Dilip Ghosh, BJP West Bengal President: Indian breed of cows has a special characteristic, there is gold mixed in its milk, & that is why colour of their milk is slightly yellow. Cow’s navel helps in producing gold with help of sunshine. (4.11.19) pic.twitter.com/XoHUwfowBS
— ANI (@ANI) November 5, 2019
বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, কয়েক জন বুদ্ধিজীবী রাস্তাতেই গরুর মাংস খান। আমি তাঁদের বলি, কেবল গরু কেন, আপনারা কুকুরের মাংসও খান। যে পশুর মাংসই খান আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু রাস্তায় কেন? ঘরে গিয়ে খান।
তবে এবারই প্রথম নয়, এর আগে আগস্টেও তৃণমূল কর্মীদের পিটিয়ে মারার আহ্বান জানিয়েছিলেন দিলীপবাবু। লোকসভা নির্বাচনের আগে রাম নবমীর হোর্ডিংয়ে তাঁর মুখ থাকায় তা সরিয়ে নিতে বলে নির্বাচন কমিশন। তখন দিলীপ ঘোষ দাবি করেন, তিনি নির্বাচনি আধিকারিকদের প্যান্ট খুলে নেবেন! এহেন মন্তব্য করার জন্য তাঁকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন।