বাংলাদেশি হিন্দুরা স্বাগত, অনুপ্রবেশকারী মুসলিমদের খুঁজে বের করে তাড়াব: দিলীপ ঘোষ
বর্ধমান: শনিবার প্রকাশিত এনআরসি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জন মানুষের নাম। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, বাংলাদেশি হিন্দুরা স্বাগত, অনুপ্রবেশকারী মুসলমানদের ঠাঁই নেই।
দিলীপ ঘোষ বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ‘বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী’-দের চিহ্নিত করে ফেরত পাঠাবেন। তবে নাগরিকত্ব আইনে সংশোধন করে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হবে।
রাজ্য সভাপতি আরও জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে চালু করা হবে এনআরসি। তৃণমূল সরকার এনআরসির প্রবল বিরোধী। বিরোধী বাম ও কংগ্রেসও বিরোধিতা করেছে। কিন্তু এনআরসি জারি করতে বিজেপি অটল ভূমিকা নেবে বলে হুঁশিয়ারি দেন দিলীপবাবু।
প্রসঙ্গত, লোকসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে গিয়ে অমিত শাহ বলেছিলেন, এনআরসি শুধু বাংলায় নয়, সারা ভারতেই করা হবে। তবে সারাদেশে থাকা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। অমিত শাহ সুকৌশলে বুঝিয়ে দিয়েছিলেন, বাংলাদেশ থেকেই আসুন বা অন্য দেশ থেকে, এনআরসি নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের চিন্তিত হওয়ার দরকার নেই।
অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গে যত শরণার্থী রয়েছেন, তাঁদের সবাইকে আমি আশ্বস্ত করছি, এক জন শরণার্থীকেও বার করা হবে না। তিনি বলেছিলেন, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা ভারতে এসেছেন, তাঁরা সকলেই শরণার্থী।
অন্যদিকে, অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়ানোর কথা বলেছিলেন। ভোটে জিতে স্বরাষ্ট্রমন্ত্রীর গদিতে বসে অমিত শাহ সাফ বলেঈ দিয়েছেন, দেশের প্রতি ইঞ্চি জমি অনুপ্রবেশকারী-মুক্ত করব।