এনআরসি কোথায়, এনআরসি হওয়ার কোনও প্রশ্নই নেই: দিলীপ ঘোষ
জলপাইগুড়ি: এনআরসি ইস্যুতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তাঁর সরকার আসার পর থেকে সারা দেশে এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বলেন, এই বিষয়ে কোনও বিতর্কই হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম ঠিক কথাই বলেছেন। সংসদে বা ক্যাবিনেটে কোথাও এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি।
এবার এনআরসি ইস্যুতে বদলে গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলার সুরও। বুধবার জলপাইগুড়িতে দিলীপ ঘোষ বললেন, এনআরসির তো প্রশ্নই নেই, এনআরসি কোথায়? দিলীপবাবু বলেন, অসমে এনআরসি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এর সঙ্গে সরকার বা দলের কোনও সম্পর্ক নেই। এখানে নাগরিকত্ব আইন পাশ হয়েছে।
সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে দিলীপ ঘোষ বলেন, নাগরিকত্ব আইন কারও অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়। বিরোধীরা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য এসব গুজব ছড়িয়ে গোলমাল পাকানোর চেষ্টা করছে।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন সকলের জন্য ভালো হবে। কারও কোনও ক্ষতি হবে না। বিরোধীরা নিজেদের স্বার্থে ভুল বোঝাচ্ছে। সকলকে ভয় দেখানো হচ্ছে। কারও ভয়ের কোনও কারণ নেই।