৮ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন: দিলীপ ঘোষ
কলকাতা: তৃণমূলের ৮ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁরা দলত্যাগ করতে ইচ্ছুক, এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার কলকাতায় একটি ক্লাবে গণেশ পুজোর অনুষ্ঠানে যান দিলীপবাবু। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ফলে তাঁর এই উপস্থিতি বিজেপিতে যোগদানের জল্পনা আরও উস্কে দিল। চলতি বছরের জুলাইয়ে বিধাননগর পুরনিগমের পদ থেকে সরানো হয় সব্যসাচী দত্তকে। তার আগে থেকেই দলীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না তাঁর।
এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জাতীয় সম্পাদক অরবিন্দ মেনন এবং মুকুল রায়কে অভ্যর্থনা জানান সব্যসাচী দত্ত।
দিলীপ ঘোষ বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। অন্তত ৮ জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি, দেখা যাক, তাঁরা কবে যোগদান করেন।
সব্যসাচী দত্ত বলেন, আমি বিধাননগরের প্রত্যেকটি মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলাম। দিলীপদা আমার এলাকার বাসিন্দা, এবং আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার ক্লাবে গনেশ পুজোয় আমি প্রত্যেকজনকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন তাঁর ওপরেই নির্ভর করছে তিনি ক্লাবে আসবেন কিনা।
দিলীপ ঘোষ বলেন, সব্যসাচী দত্তের আমন্ত্রণে পুজোয় যোগ দিতে এসেছেন তিনি। একজন জনপ্রতিনিধি হিসেবে, আমাদের অনেক আমন্ত্রণ রক্ষা করতে হয়। যখন আমরা কোনও আমন্ত্রণ পাই, আমরা সেটাকে রাজনীতি হিসেবে দেখি না।