পৃথিবীর যে প্রান্ত থেকে হিন্দুরা আসুক না কেন, তারা ভারতেই থাকবে: দিলীপ ঘোষ
মেদিনীপুর: পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ বললেন, পৃথিবীর যে প্রান্ত থেকে হিন্দুরা আসুক না কেন, তাঁরা ভারতেই থাকবে। তবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে। দিলীপ ঘোষ আরও বলেছেন, অনুপ্রবেশকারীদের হয়ে যারা কথা বলবে, তাদেরও ঘাড়ধাক্কা দিয়ে তাড়ানো হবে।
সোমবার মেদিনীপুরের চাঁদড়া হাই স্কুলে বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ দিলীপ ঘোষ। এরপর এক দলীয় সভায় যোগ দেন তিনি। সেখানে দিলীপবাবু বলেন, যতই দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) দিল্লিতে হত্যে দিয়ে পড়ে থাকুন, বাংলায় এনআরসি চালু করা হবেই। কেউ আটকাতে পারবে না।
দিলীপ ঘোষের আশ্বাস, বাংলায় এনআরসি লাগু করা হলে একজন হিন্দুকেও দেশ থেকে কোথাও যেতে হবে না। তবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী মুসলমানদের ভারতে থাকতে দেওয়া হবেনা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১ অক্টোবর কলকাতায় আসছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নাগরিক সম্মেলনে এনআরসি নিয়ে কথা বলবেন তিনি। বিজেপি সূত্রে খবর, অমিত শাহ হিন্দু ভোটারদের আশ্বস্ত করতে ও তাঁদের নাগরিকত্ব নিশ্চিত করতে নাগরিকত্ব সংশোধনী বিল আনার কথা ঘোষণা করবেন। এর মাধ্যমে বিভিন্ন দেশ থেকে রাজ্যে আসা শরণার্থী ও উদ্বাস্তুদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে।