Sunday, June 22, 2025
Latestকলকাতা

ফের বিজেপির রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ

কলকাতা: দিলীপ ঘোষের উপরেই ফের আস্থা রাখলো দলের হাইকমান্ড। দ্বিতীয়বার রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচিত হলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপবাবুই রাজ্যে বিজেপিতে গেরুয়া ঝড় এনেছেন সেকথা মেনে নিয়েই তাঁকে ফের সভাপতি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির অভূতপূর্ব উত্থানের আট মাস পর দিলীপ ঘোষকে দলের রাজ্য সভাপতির পদে পুনর্নিবাচিত করা হল। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন জিতেছিল বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূল অপেক্ষা মাত্র ৪টি আসন কম পেয়েছিল গেরুয়া শিবির। এটাই পশ্চিমবঙ্গে বিজেপির সেরা ফলাফল।


২০১৪ সালের লোকসভা নির্বাচনে মাত্র ২টি আসন পেয়েছি‌ল বিজেপি। সামনে ২০২১ বিধানসভা নির্বাচন। তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। এই পরিস্থিতিতে ফের রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

দ্বিতীয়বার রাজ্য বিজেপির সভাপতি হয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন, কত জন সদস্য? আমি বলেছি ১ কোটি। আমরা ৯৮ লাখ করেছি। ১৭ শতাংশ ভোট থেকে ৪০ শতাংশে এখন আমরা। আমরা ১৮টি আসনে জিতে দ্বিতীয় হয়েছি।