‘বাড়ছে আস্থা, মোদীই মুসলিম সমাজের নেতা’
কলকাতা: ২০১৯ সালের লোকসভা নির্বাচন কে সামনে রেখে রাজ্যে মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসাতে আঁটঘাট বেঁধে নামছে বিজেপি। এদিন মহেশ্বরী ভবনে ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার রাজ্য প্রশিক্ষণ বর্গের অনুষ্ঠান থেকে সেই বার্তাই দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, নরেন্দ্র মোদীকে তাঁদের নেতা হিসেবেই মনে করে মুসলিম সমাজ। পাশাপাশি সংখ্যালঘু সমাজের বহু মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দিলীপবাবু।
বিরোধী দলগুলির উপর তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, ভোটব্য়াঙ্কের রাজনীতির জন্য ইচ্ছে করে বিজেপির সঙ্গে মুসলিম সমাজের দূরত্ব তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী ভাবমূর্তি প্রচার করছে অন্য রাজনৈতিক দলগুলি। কিন্তু বাস্তবে এই ছবিটা সম্পূর্ণ উল্টো বলে দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, নরেন্দ্র মোদীকে তাঁদের হিসেবেই মনে করে মুসলিম সমাজ। বিরোধীদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। সংখ্যালঘু সমাজের বহু মানুষ এখন বিজেপিতে যোগ দিচ্ছেন। বিজেপির ওপর মুসলিম সমাজের আস্থা বাড়ছে বলে দাবি করেছেন তিনি।
দিলীপবাবুর অভিযোগ, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল মুসলিমদের অধিকার দেওয়ার দাবি করলেন, কাজের কাজ কিছুই হয়নি। তাঁদেরকে শুধুমাত্র ভোটব্যাঙ্কের কাজে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। মোদী সরকারের আমলে, মুসলিমদের অবস্থা ফিরেছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে তিন তালাক প্রথা নিয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।