Sunday, September 15, 2024
রাজ্য​

মারব এখানে, লাশ পড়বে যেখানে-সেখানে: দিলীপ ঘোষ

বর্ধমান: অন্ডালের শ্যামসুন্দরপুরে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে শাসকদল তৃণমূল হুঁশিয়ারি দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এমন দাওয়াই দেবেন কেন যে হাসপাতালে যেতে হবে। যদি দিতে হয় তাহলে হালকা-ফুল্কা নয়। একেবারে শেষ ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ ছিল নিশ্চই শুনেছেন। মারব এখানে লাশ পড়বে শ্মশানে। আমি বলছি মারব এখানে, লাশ পড়বে যেখানে সেখানে। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, মুকুল রায় সহ অন্যরা।

কয়েকদিন আগে দুর্গাপুরের সাগড়ভাঙাতে সিভিক ভলান্টিয়ারদের তাড়া করে মাঠছাড়া করার পর মুকুল রায় ও দিলীপ ঘোষরা সভা করেন। ঠিক তার দু’দিন পরই ওই মাঠে সভা করে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন, যদি বিজেপি নেতাদের বুকের পাটা থাকে তাহলে পশ্চিম বর্ধমান জেলায় আর একবার এভাবে সভা করে দেখাক। তারপর ওদের ৬ মাস নার্সিংহোমে থাকতে হবে। এদিন দিলীপ ঘোষ সেই হুঁশিয়ারির জবাব দিলেন।

জিতেন্দ্র তিওয়ারির নাম না করে দিলীপ ঘোষ বলেন, উনি তো এমন কথা বলেছেন যাতে আবারও আমরা ফিরে আসতে পারব। কিন্তু, আমি আজ আপনাকে দাঁড়িয়ে এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমরা যদি কাউকে অতিথি সেবা করি তাহলে সে আর ফিরে আসবে না। মিঠুন চক্রবর্তীর সিনেমার সেই ডায়লগ শুনেছেন, মারব এখানে লাশ পড়বে শ্মশানে। তাহলে আমি একটু ঘুরিয়ে আপনাকে বলে যাচ্ছি, মারব এখানে, লাশ পড়বে যেখানে-সেখানে।