পুলিশের কাজ রাজ্যপালকে করতে হচ্ছে, বাবুলকে হেনস্থার ঘটনায় শাহকে চিঠি দিলীপের
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করার পাশাপাশি চিঠিও লিখলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, অমিত শাহকে চিঠিতে দিলীপ ঘোষ লিখেছেন, যে কাজ পুলিশের করা উচিত ছিল, সে কাজ রাজ্যপালকে করতে হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। যাদবপুরে বাবুল সুপ্রিয়কে ‘নিগ্রহে’র ঘটনায় অমিত শাহের সঙ্গে শুক্রবার সকালে মিনিট পাঁচেক ফোনেও কথা বলেছেন দিলীপ ঘোষ।
বিজেপি সূত্রে খবর, অমিত শাহকে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, রাজ্য প্রশাসনের অপদার্থতার জন্যই ওই পরিস্থিতিতে পড়তে হয় বাবুলকে। বাবুল সুপ্রিয়কে ‘নিগ্রহে’র ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, এটা বাংলার গণতন্ত্রের নমুনা। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে যেভাবে হেনস্থা হতে হল, এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। বিজেপির অভিযোগ, বাবুল সুপ্রিয়কে নিগ্রহ করা হলেও পুলিশ কোনও ভূমিকাই পালন করেনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি আয়োজিত একটি সেমিনারে যোগ দিতে গিয়ে ‘চরম হেনস্থা’র শিকার হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের একাংশ। মুহূর্তেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বাবুলের সঙ্গে পড়ুয়াদের একাংশের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাবুল সুপ্রিয়কে থাপ্পড়, ঘুষি মারার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রীর জামাও ছিঁড়ে দেওয়া হয় এবং চুলের মুঠি ধরে টানা হয় বলে অভিযোগ। প্রায় ৬ ঘণ্টা ধরে ক্যাম্পাসে আটকে থাকেন বাবুল। অবশেষে বাবুলকে বিশ্ববিদ্যালয় থেকে রীতিমতো ‘উদ্ধার’ করে ফেরেন রাজ্যপাল জগদীপ ধনকড়।