ভেবেই বলেছি, গরুর দুধে সোনা আছে, বিজ্ঞান না বুঝেই সমালোচনা হচ্ছে: দিলীপ ঘোষ
কলকাতা: বর্ধমানের টাউনহলে ‘ঘোষ এবং গাভি কল্যাণ সমিতি’র অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, বিদেশি গরু গো মাতা নয়। দিলীপ ঘোষ বলেন, আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গরুর দুধের রং সোনালি হয়। আর বিদেশি গরু তো হাম্বা হাম্বাও ডাকে না। দিলীপ ঘোষের এহেন মন্তব্যে হাসির রোল উঠে নেটদুনিয়ায়।
তবে নিজের ‘গরুর দুধে সোনা রয়েছে’ বক্তব্যে অনড় থেকে সমালোচকদের উদ্দেশে দিলীপ ঘোষের জবাব, যা বলেছি ভেবেই বলেছি। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। যারা বিজ্ঞান বোঝেন না, গরুও বোঝেন না, তারাই চেঁচামেচি করছেন।
গরুর দুধে সোনা আছে বিজেপি রাজ্য সভাপতির দাবির প্রেক্ষিতে দিলীপ ঘোষকে নাসায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ বলেন, ওর (দিলীপ ঘোষ) মতো বিজ্ঞানী এদেশে নেই। পশ্চিমবঙ্গের মাটিতে ওনার থাকার জায়গা নয়। এখানে সাধারণ মানুষের বাস। ওর মতো বৈজ্ঞানিকের তো নাসায় থাকার কথা। এখানে উনি কি করছেন? ওকে নাসায় পাঠানো হোক।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হয়েছেন দিলীপ ঘোষ। কেউ বলছেন, বাংলায় আরও একটি নোবেল আসতে চলেছে, তো কেউ প্রস্তাব দিচ্ছেন মাদার ডেয়ারি জুয়েলার্স খোলার জন্য। কেউ আবার লিখেছেন, ‘ডক্টর দিলীপ ঘোষ। থিসিস এর বিষয়: “গো – সোনা”। অপর একজন দুটি ছবি দিয়েছেন। একটিতে দেশি গরু- যেখানে লেখা ‘মা’। পাশের ছবিটি বিদেশি গরুর, তার নিচে লেখা ‘আন্টি’! সবমিলিয়ে ‘গরুর দুধে সোনা আছে’ তত্ত্বে দিলীপবাবু হাসির খোরাক হলেন সোশ্যাল মিডিয়ায়।