মমতা সরকারের এক্সপায়ারি হয়ে গিয়েছে: দিলীপ ঘোষ
নদিয়া: মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, রাজ্যের শাসকদল তৃণমূলের এক্সপায়ারি হয়ে গিয়েছে। দিদিরও এক্সপায়ারি হয়ে গিয়েছে। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে এক বিজেপি নেতার বাড়িতে যান দিলীপ ঘোষ। সেখানেই ফের জিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে সরব হন তিনি।
সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, নিহত স্কুল শিক্ষকের দাদা বলেছেন, বন্ধুপ্রকাশ বাবু আরএসএসের কর্মী ছিলেন না তবে চাঁদা দিতেন। ভাই কোন সংগঠন করতেন তা দাদা জানবেন কী করে। তাছাড়া দু’জনে আলাদা জায়গায় থাকতেন। দিলীপ ঘোষের দাবি, নিহত শিক্ষক ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির সমর্থক ছিলেন।
প্রসঙ্গত, বিজয়া দশমীর উচ্ছ্বাসের মাঝে জিয়াগঞ্জে বাড়ির ভিতরে স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর সন্তান সম্ভবা স্ত্রী বিউটি মণ্ডল পাল ও তাঁদের ৮ বছরের ছেলে অঙ্গন পালকে খুন করা হয়েছে। এই মুহূর্তে এই নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া।
মুর্শিদাবাদের বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ দাবি করেছেন, ব্লু-প্রিন্ট বানিয়ে ওই আরএসএস কর্মীর পরিবারকে নিশ্চিহ্ন করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামছি।