একদিকে মানুষের মৃত্যু মিছিল চলছে, অন্যদিকে পুজো কার্নিভাল হচ্ছে: দিলীপ ঘোষ
কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কার্নিভ্যাল আর ফেস্টিভ্যাল করেই চলছে মমতা সরকার। অথচ গোটা রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। পুজোর সময়ও হত্যাকান্ডের ঘটনা ঘটছে।
দিলীপবাবু বলেন, একদিকে মানুষের মৃত্যু মিছিল চলছে, অন্যদিকে পুজো কার্নিভাল হচ্ছে। সেই আনন্দ দিয়ে দুঃখকে চাপা দেওয়া যাবে কি না আমার জানা নেই। প্রশাসন সামলাতে পারছেন না মুখ্যমন্ত্রী, অথচ তিনি লীলা খেলা সামলাচ্ছেন। সাধারণ মানুষ ভয়ে আছে।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, অনেক বছর ধরেই কার্নিভ্যাল হচ্ছে। এটা নতুন কিছু নয়। কার্নিভ্যাল, ফেস্টিভ্যালেই চলছে পশ্চিমবঙ্গ। অথচ বাংলার মানুষ আইনশৃঙ্খলার উন্নতি চাইছেন। দুর্গাপুজোর সময় মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। খুনখারাপি হয়েছে। মানুষের জীবনের সুরক্ষা নেই। উৎসব, আনন্দ করে মানুষকে মনকে বিভ্রান্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।
রেড রোডে অনুষ্ঠিত পুজো কার্নিভালের এবারের থিম ‘রাঙামাটির বাংলা’। শুক্রবার বিকাল সাড়ে ৪টা নাগাদ মুখ্যমন্ত্রীর উপস্থিত হতেই শুরু হয় কার্নিভালের মূল অনুষ্ঠান। অতিথির আসন অলঙ্কৃত করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবছরের পুজো কার্নিভালে মোট ৭১ টি পুজো কমিটি অংশ নিয়েছে। প্রতিটি পুজো কমিটিকে ২ মিনিট করে সময় দেওয়া হচ্ছে শোভাযাত্রার জন্যে।