Monday, November 17, 2025
Latestরাজ্য​

রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন দিদিমণি: দিলীপ ঘোষ

কলকাতা: শুক্রবার সকালে জোকার ডায়মন্ড পার্কে চা চক্রে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর অভিযোগ, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে। বিজেপি তা কিছুতেই হতে দেবে না। কিছুতেই বাঙালিকে ফের উদ্বাস্তু হতে দেবে না বিজেপি।

দিলীপবাবু বলেন, ‘ঢাকা, ময়মনসিং, বরিশাল, খুলনা থেকে কেন এসেছি? দেশটা আর আমাদের নেই। কংগ্রেস – সিপিএম রাতারাতি রাজা হওয়ার চেষ্টায় দেশ ভাগ করল বলেই এমনটা হল। আজকে যে পার্টি এখনে দাঁড়িয়ে আছে সেটা কংগ্রেস ও সিপিএমের বাইপ্রোডাক্ট। দুটো পার্টির যত খারাপ গুণ এর মধ্যে পাবেন।

দিলীপ ঘোষের দাবি, দিদিমণি চান এটা বাংলাদেশ হয়ে যাক। আপনারা আরেকবার রিফিউজি হোন। তিনি নাগরিকত্ব দিতে পারেননি। আমরা দিচ্ছি, বাধা দিচ্ছেন। যাদের ওখান থেকে তাড়িয়েছে তাদের ডেকে এনে উৎপাত তৈরি করছেন যাতে আপনারা এখান থেকে চলে যান। বাঙালিকে আমরা আর রিফিউডি হতে দেব না।

পালটা তৃণমূলের মুখপাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাঙালিকে তাড়ানোর চেষ্টা করছে বিজেপিই। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন আর রিফিউজি নেই। পশ্চিমবঙ্গে যারাই এসেছে তাদের রেশন কার্ড দিয়েছে, ভোটার কার্ড দিয়েছে, তাদেরকে নাগরিক হিসাবেই দেখা হয়েছে। NRC আমরা চালু হতে দেব না। অসম থেকে লাখ লাখ বাঙালিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এখানেও বাঙালিদের তাড়িয়ে দিয়ে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ থেকে রাজনৈতিক লোকেদের এনে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।