Saturday, June 21, 2025
Latestকলকাতা

পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা ‘শয়তান’, ওরা বুদ্ধিজীবী নয় ‘পরজীবী’: দিলীপ ঘোষ

কলকাতা: এবার রাজ্যের বুদ্ধিজীবীদের আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বুদ্ধিজীবীদের ‘শয়তান’ ও ‘পরজীবী’ বলে কটাক্ষ করলেন তিনি। এদিন নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতায় বুদ্ধিজীবীদের মিছিলকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) ঘাড় ধাক্কা দিয়ে ওদের রাস্তায় নামিয়েছে।

শুক্রবার হাওড়ায় বিজেপির অভিনন্দন যাত্রা শেষে এক জনসভায় বক্তব্য রাখেন দিলীপবাবু। তিনি বলেন, মানুষ এখন দূর থেকে দাড়ি আর ঝোলা ব্যাগ দেখলেই বলে ওই যে ‘পরজীবী’ যাচ্ছে। এরা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে সারা জীবন খেয়ে এসেছে। বাংলাদেশে যখন হিন্দুরা নির্যাতিত হন তখন কোথায় থাকে এদের দরদ? হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হলে এদের যত জ্বালা। আর রোহিঙ্গাদের জন্য দরদে এদের বুক ফেটে যায়।

বুদ্ধিজীবীদের সিএএ বিরোধী মিছিলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, এতদিন আইপিএস, উপাচার্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এবার দিদিমণি ঘাড় ধাক্কা দিয়ে বুদ্ধিজীবীদের পথে নামিয়েছেন। বলেছেন, আমার খাও, আমার পরো, মিছিলে হাঁটবে না তাই কি হয়?

দিলীপ ঘোষ বলেন, ২০১৪-এর লোকসভা ভোটের আগে এই বুদ্ধিজীবীরা মোদীর বিরুদ্ধে চিৎকার করেছিল। মোদী এদের বুকের ওপর দিয়ে হেঁটে প্রধানমন্ত্রী হয়েছেন। ২০১৯-এর লোকসভা ভোটে এরা ফের চিৎকার করেছিল, তাতে আমাদের আসন সংখ্যা আরও বেড়েছে। আমাদের বুদ্ধিজীবীর দরকার নেই। খেটে খাওয়া মানুষই বিজেপির শক্তি। যেখানে বুদ্ধিজীবী দেখবেন, বুঝবেন সেখানে গোলমাল আছে।