Monday, June 16, 2025
Latestরাজ্য​

জেএনইউ-তে হামলা সাজানো ঘটনা, রক্ত না লাল রং: দিলীপ ঘোষ

কলকাতা: রবিবার সন্ধ্যায় জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশধারীদের হামলার ঘটনায় উত্তাল গোটা দেশ। তবে জেএনইউ-তে এই হামলা সাজানো ঘটনা! এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নাম না করে জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকে নিশানা করেন দিলীপ ঘোষ।

মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, যাঁকে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব আঘাত লেগেছে। সাজানো ঘটনা নয় তো? সহানুভূতি আদায়ের জন্য নয় তো? যাঁকে ব্যান্ডেজ পরে দেখা যাচ্ছে, সেই তিনিই দুষ্কৃতীকারীদের নেতৃত্ব দিচ্ছেন। তবুও তিনি কি করে আঘাত পেয়েছেন, কিভাবে পেয়েছেন?

মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, জেএনইউ-তে হামলার ঘটনা সাজানো। পুলিশ তদন্ত করছে। সত্যটা সামনে আসুক। এফআইআর করা হয়েছে। উল্লেখ্য, ঐশী ঘোষ সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

দিলীপ ঘোষ বলেন, এবিভিপির ছেলেদের ঘর খুঁজে মারা হয়েছে। মুখে কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকল কী করে? যাঁরা ওই লোকগুলোকে নিয়ে এসেছিলেন, তাঁরা হয়তো তাঁদের লুকিয়ে রেখেছে। একজনের মাথায় রক্ত পড়েছে নাকি লাল রং দেওয়া হয়েছে সেটা পরীক্ষা হয়নি। সেই নিয়ে দেশ উত্তাল। এ থেকেই বোঝা যায় কমিউনিস্টরা, বিরোধীরা অস্তিত্বহীনতায় ভুগছে।