Thursday, September 19, 2024
দেশ

বিধানসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশে প্রকট কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব

ভোপাল: আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস যে দলের সমস্ত বিবাদ মিটিয়ে ফেলেছে বলে দাবি করা হয়েছিল তা যে আদৌও সত্যি নয়, ফের এদিন তার প্রমাণ মিলল। কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের আঁচ পৌঁছে গিয়েছে দলের জাতীয় স্তরেও। বুধবার রাতে মধ্যপ্রদেশে দলের দুই শীর্ষ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও দিগ্বিজয় সিংয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এদিন দলের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিপর্ব ও টিকিট বিলির বিষয়ে বৈঠকে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আর এই সবই হয় কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর সামনে। বিষয়টি ঘিরে ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে যায়, যা সামাল দিতে তিন সদস্যের একটি কমিটি গড়ে দেন রাহুল গান্ধী। তাতে আছেন অশোক গেহলট, বীরাপ্পা মইলি ও আহমেদ প্যাটেল। শীর্ষ এই দুই নেতার দ্বন্দ্ব নিয়ে অবশ্য দলের বাইরে মুখ খুলতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত এই কমিটিই চেষ্টা করে দুই শীর্ষ নেতার মধ্যেকার ঝামেলা মেটানোর। উভয়পক্ষকে তুষ্ট করে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করার। তবে আদৌ এই ঝামেলা মিটাতে কতটা সমর্থ হয়েছে কংগ্রেস শিবির, তা পরবর্তী সময়ে বোঝা যাবে। কেননা অন্তর্দ্বন্দ্বের কারণেই এরাজ্যে বিজেপিকে বহুবছর হল পরাস্ত করতে পারেনি কংগ্রেস। অন্তর্কলহের সুযোগ নিয়ে বিজেপি শেষ ১৫ বছর রাজ্যে ক্ষমতায় রয়েছে। এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকলেও তার ফায়দা বিজেপি কতটা লুঠতে পারে সেটাই এখন দেখার।