শিবসেনা ও কংগ্রেসকে কার্যত বোকা বানিয়ে এনসিপিকে নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন বিজেপির
মুম্বাই: মহারাষ্ট্রে সরকার গঠনের নাটকে নয়া মোড় নিল। শনিবার সকালেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ।অথচ শুক্রবার রাত পর্যন্ত খবর ছিল, মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোট বেঁধে সরকার গঠন করতে চলেছে। মুখ্যমন্ত্রী পদে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে শপথ নেবেন বলে খবর ছিলো। তবে শনিবার সকালেই হিসাব পুরো বদলে গেল। শনিবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ।
শনিবার সকাল প্রায় আটটা নাগাদ মহারাষ্ট্রের রাজভবনে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ। উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। রাজ্যপাল ভগৎ সিংহ কেসরিয়া এই দুই নেতাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর ফড়নবিশ বলেন, বিজেপি মহারাষ্ট্রের মানুষদের স্থায়ী সরকার দিতে চায়। শিবসেনা জনাদেশ মেনে নেয়নি। সরকার গঠনে সাহায্য করার জন্য এনসিপিকে অসংখ্য ধন্যবাদ।
Interaction with media after the oath ceremony this morning.#Maharashtrahttps://t.co/naY4dHucDa pic.twitter.com/FOjriJSyQ4
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) November 23, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, ২৮৮টি আসনের মহারাষ্ট্র বিধানসভায় এনসিপি পেয়েছে ৫৪টি আসন। ১০৫টি আসন পেয়ে প্রথম স্থানে রয়েছে বিজেপি। ৫৬টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শিবসেনা।