Monday, June 16, 2025
Latestদেশ

কেন্দ্রের ৪০ হাজার কোটি ট্রান্সফার করতেই ৮০ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফড়নবিশ: BJP সাংসদ

মুম্বাই: এনসিপি নেতা অজিত পাওয়ারের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। তারপর  আস্থা ভোটের আগেই ইস্তফা দেন দেবেন্দ্র ফড়নবিশ। মাত্র ৮০ ঘণ্টার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। এবার এই বিষয়টা নিয়ে বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে চাঞ্চল্যকর দাবি করলেন।

বিজেপির এই সিনিয়র নেতার দাবি, রাজ্য তহবিল থেকে ৪০ হাজার কোটি কেন্দ্রের কাছে ট্রান্সফার করতেই ৮০ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যে হইচই শুরু হয়েছে মহারাষ্ট্র-সহ দেশের রাজনৈতিক মহলে।

অনন্ত কুমার হেগড়ে দাবি করেন, ওই টাকার ওপর শিবসেনা-কংগ্রেস-এনসিপির কুদৃষ্টি ছিল, তাই দ্রুত সরকার গঠন করে তা কেন্দ্রের কাছে পৌঁছে দেয় দেবেন্দ্র ফড়নবিশ। হেগড়ে বলেন, ৮০ ঘণ্টা পর ফড়নবিশ ইস্তপা দিলেন, এমন নাটকের কি দরকার ছিল? আমরা কি জানতাম না, আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই? এরপরেও ফড়ণবীশ মুখ্যমন্ত্রী হন। তাঁর লক্ষ্য ছিল ওই ৪০ হাজার কোটি টাকা।

হেগড়ে দাবি করেন, যদি ওই টাকা কংগ্রেস-এনসিপি-শিবসেনার কাছে পৌঁছত, তাহলে ওই টাকার অপব্যবহার করতো। হেগড়ে আরও বলেন, ওই টাকা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের টাকা, উন্নয়নের জন্য তা খরচ করার কথা ছিল। প্রকল্পও তৈরি ছিল আগে থেকে। ফড়নবিশ মুখ্যমন্ত্রী হয়েই ১৫ ঘণ্টার মধ্যে ৪০ হাজার কোটি টাকা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। কেন্দ্রের হাতে ফিরিয়ে দিয়েছেন পুরো টাকা।

প্রসঙ্গত, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ নিয়েছেন উদ্ধব ঠাকরে। বিধানসভায় আস্থা ভোটেও জিতেছেন তিনি।