Friday, June 20, 2025
Latestদেশ

১৭০ বিধায়কের সমর্থন রয়েছে, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র

নয়াদিল্লি: মহারাষ্ট্র নিয়ে শুনানি চলাকালীন শীর্ষ আদালতকে জবাব দিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে জানিয়েছে, অজিত পাওয়ারের বিজেপিকে সমর্থন দেওয়ার চিঠিতে স্বাক্ষর রয়েছে এনসিপির ৫৪ জন বিধায়কের। সোমবার সকালে দুটি চিঠি জমা দিয়েছেন কেন্দ্রের আইনজীবী।

সলিশিটর জেনারেল তুষার মেহতা জানালেন, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, দেবেন্দ্র ফড়নবিশের পক্ষে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে দেখেই তাঁকে সরকার গঠনে আহ্বান জানান।

এদিন সুপ্রিম কোর্টে দেবেন্দ্র ফড়নবিশের তরফে রাজ্যপালকে দেওয়া সংখ্যাগরিষ্ঠতার চিঠি তুলে ধরা হয়। তাতে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। অন্য চিঠিটি অজিত পাওয়ারের লেখা। তাতে ৫৪ জন এনসিপি বিধায়কের স্বাক্ষর ছিল। রাজ্যপালের ফড়নবিশকে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর তৃতীয় চিঠিও জমা দেওয়া হয় শীর্ষ আদালতে।

বিজেপির হয়ে সওয়াল করা প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেন, রাজ্যপাল ১৭০ জন বিধায়কের সমর্থন দেখেছিলেন। এটি কোনও জাল চিঠি নয়। এরপরেই তিনি বিজেপিকে শপথ গ্রহণের জন্যে ডেকেছিলেন।

প্রসঙ্গত, শনিবার সকালে এনসিপি নেতা অজিত পাওয়ারকে পাশে নিয়ে সরকার গঠন করেন দেবেন্দ্র ফড়নবিশ। অথচ শুক্রবার রাত পর্যন্ত ঠিক ছিলো যে, মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। শনিবার ভোর ৫ টা ৪৭ নাগাদ বিশেষ ক্ষমতাবলে মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই সকাল ৭টা ৫০ মিনিটে সরকার গঠন করে বিজেপি।