মুখ্যমন্ত্রীর ভোগ রান্নার ছবিতে অশালীন মন্তব্য, গ্রেফতার বিজেপি কর্মী
কলকাতা: কালীপুজোয় নিজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোগ রান্না প্রসঙ্গে ফেসবুকে অত্যন্ত অশালীন মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবক হুগলির সিঙ্গুরের বাসিন্দা বলে জানা গেছে। তৃণমূলের জেলা যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে ২৮ বছর বয়সী চন্দন ভট্টাচার্যকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার তথাগত বসু জানিয়েছেন, চন্দন ভট্টাচার্যের বিরুদ্ধে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর আমরা তাঁকে গ্রেফতার করেছি। মামলার তদন্ত শুরু হয়েছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, চন্দন ভট্টাচার্য কালীপুজোর দিন (২৮ অক্টোবর) ফেসবুকে ‘অশালীন মন্তব্য’ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।
প্রসঙ্গত, এর আগেও মমতাকে নিয়ে ‘অশালীন’ পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হাওড়ায় বিজেপি যুব মোর্চা নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে। সাইবার আইন ভঙ্গের অভিযোগে কয়েক দিন আগে উত্তর ২৪ পরগনার কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি।
কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর অভিযোগ করেন, তৃণমূল সরকারের সমালোচনা করা পোস্ট শেয়ার করার জন্য সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে।