Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

মহিলাদের বোরকা পরা নিষিদ্ধ হচ্ছে ডেনমার্কে

কোপেনহেগেন: মুসলিম মহিলাদের বোরখা ও নিকাব পরা নিষিদ্ধ করতে একটি আইন প্রণয়ন করার পক্ষে সায় দিল ডেনমার্ক পার্লামেন্ট। শুক্রবার পার্লামেন্টের বেশিরভাগ রাজনৈতিক দলই মুসলিম মহিলাদের বোরখা ও নিকাব দিয়ে মুখ ঢাকার বিরোধীতা করে৷ সংখ্যাগরিষ্ঠতার জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোরখা বা হিজাব দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ করার ইঙ্গিত দেন দেশটির বিদেশমন্ত্রী অ্যানডার্স স্যমুয়েলসেন৷

ডেনমার্কের আগে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, বুলগেরিয়া ও জার্মানির বাভারিয়ায় বোরখা ও নিকাবের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করে৷ এই সব দেশগুলিতে প্রকাশ্যে বোরখা ও নিকাব পড়ে মুখ ঢাকা নিষিদ্ধ৷

ডেনমার্কের লিবারেল দলের মুখপাত্র জেকব জেনসেন এই সিদ্ধান্তের সঙ্গে ধর্মকে এক করে দিতে নারাজ। তিনি বলেন, ধর্মীয় পোশাকের উপর কোন নিষেধাজ্ঞা জারি করা উদ্দেশ্য নয়। চেহারা ঢেকে যায় এমন যেকোনো ধরনের পোশাক পরে নিষিদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ফ্রান্স ও বেলজিয়াম ২০১১ সালে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এবং গত ১লা অক্টোবর থেকে জনসম্মুখে বোরখা ও নিকাব পরা যাবে না বলে জানায় অস্ট্রিয়ার সংসদ।