মদ না দেওয়ায় এয়ার ইন্ডিয়ার পাইলটকে থুতু, কর্মীদের সঙ্গে অশালীন আচরণ আইরিশ যাত্রীর
লন্ডন: বিমানে অতিরিক্ত মদ না পাওয়ায়, এয়ার ইন্ডিয়ার বিমান কর্মীর সঙ্গে অভব্য আচরণ করল এক আইরিশ মহিলা। বিমানের ভেতরেই ক্রুকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। শুধু গালাগালই নয়, ককপিটে ঢুকে পাইলটকে থুতুও ছিটালেন ওই যাত্রী। ওই মহিলা মদ্যপ ছিল বলে জানা গিয়েছে। মহিলার ওই আচরণের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
লন্ডনে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি অবতরণের পর গ্রেপ্তার করা হয় ওই নারী যাত্রীকে। শনিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি মুম্বাই থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়। ওই ফ্লাইটের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন আইরিশ নারী। জানা গেছে, ওই নারী পেশায় একজন আইনজীবী। বিমানটি উড্ডয়নের পর থেকেই তিনি মদ্যপান করেন।
Irish lady behaves in such an abusive, racist way with @airindiain crew for being refused extra drinks. Very decent AI crew behaviour. Arrested on landing. Wonder if she should have been controlled onboard with handcuffs. @JitiBhargava @Mohan_Rngnathan pic.twitter.com/kSTDmGOEm5
— Tarun Shukla (@shukla_tarun) 13 November 2018
মাঝবয়সী ওই আইরিশ মহিলাকে এভাবে অ্যালকোহল না পেয়ে চিৎকার করতে দেখে অবাক হয়ে পড়েন বিমানসেবিকারাও।বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই খাওয়াদাওয়ার পর বেশি মাত্রায় পানীয় সেবন করে গালিগালাজ শুরু করেন ওই মহিলা। কারণ তিনি আরও মদ চাইছিলেন। যা তাঁকে দিতে অস্বীকার করেন বিমানকর্মীরা। কারণ মহিলা তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন না। মদ্যপ অবস্থায় যাতে কোনও বিপদ না ঘটে, তার জন্যই আর অ্যালকোহল মহিলাকে দিতে চাননি বিমানসেবিকারা। তারপরেই এই কাণ্ড ঘটান ওই নারী।
প্রচন্ড রেগে গিয়ে ওই মহিলা বিমান কর্মীদের গায়ে থুতুও ছেঁটায় বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা বিমান কর্মীর উদ্দেশ্যে বলছে, বিজনেস ক্লাসের যাত্রীদের এরকম পরিষেবা দেওয়া হয়? আমি তোমাদের সকলের জন্য কাজ করি। কিন্তু তোমরা আমায় একগ্লাস ওয়াইন দিতে পারছ না। তোমরা কি ভাবছ আমি তোমাদের ছেড়ে দেব। আমি একজন আইনজীবী। আমি ভয় পাই না।