Friday, June 20, 2025
Latestদেশ

দূষণের জেরে দিল্লিতে জারি জরুরি অবস্থা, ৫ নভেম্বর পর্যন্ত সব স্কুলে ছুটি ঘোষণা

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে জারি করা হলো ‘জনস্বাস্থ্য সতর্কতা’। ভয়াবহ দূষণের জেরে ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। নির্মানাধীন কাজও বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কর্মক্ষেত্রেও শিথিল করা হয়েছে।

দীপাবলিতে রাজধানীতে মাত্রাছাড়া দূষণ। শুক্রবার দিল্লির বেশ কয়েকটি স্থানে (ওখলা, আনন্দ বিহার, বিবেক বিহার) বায়ুদূষণের সূচক ৫০০ ছাড়িয়েছে, তো কোথাও ৪৬০। যা স্বাস্থ্যে পক্ষে অত্যন্ত হানিকারক। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগামী ৫ই নভেম্বর পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছেন।


পরিবেশ দূষণ (আটক ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, দিল্লি সহ নয়েডা, গ্রেটার নয়েডা, গুরুগাঁও ও গাজিয়াবাদে সব ধরণের নির্মাণ কাজ বন্ধ রাখার। আগামী ৫ই নভেম্বর পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। এছাড়াও শীতের মরসুমে এইসব অঞ্চলে সব ধরণের শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে।

৫০ লাখ মাস্ক বিলির সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। শুক্রবার স্কুল পড়ুয়াদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) ০ থেকে ৫০-এর মধ্যে ঘোরাফেরা করলে তা স্বাস্থ্যের পক্ষে গ্রহনযোগ্য। ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা সন্তোষজনক। কিন্তু, ১০০ পেরিয়ে গেলে সেই বাতাস স্বাস্থ্যের পক্ষে হানিকারক বলে মনে করা হয়। বাতাসের গুণমান সূচক ৫০০ স্বাস্থ্যের ক্ষেত্রে মারাত্মক হানিকারক।