Friday, June 20, 2025
Latestদেশ

জেএনইউ হামলার নেপথ্যে থাকা ৩৭ জনকে চিহ্নিত করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের চিহ্নিত করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ৬০ জনের মধ্যে ৩৭ জনের একটি দলকে চিহ্নিত করা হয়েছে যারা ‘বামপন্থী বিরোধী ঐক্য’ নামে একটি হোয়াটসঅ্যাপ দলের সদস্য।

দিল্লি পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, জেএনইউয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর গত সপ্তাহের হামলার ঘটনার পিছনে তাঁদের হাত রয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১০ জনকে বহিরাগত হিসাবে চিহ্নিত করা হয়েছে। যারা ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন।


দিল্লি পুলিশ জানিয়েছে, বাম সমর্থিত ছাত্র সংগঠন ও এবিভিপি দু’দলই বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালাতে বহিরাগতের সাহায্য নিয়েছিল। অভিযোগ, জেএনইউয়ের পড়ুয়ারাই ওই বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ করে দিয়েছিল।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জেএনইউতে হামলা চালায় একদল মুখোশধারী, ঘটনায় আহত হন অন্তত ৩৪ জন। এই ঘটনায় শুক্রবার ৯ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে তাদের ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ। জানা গেছে, অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই হলেন বাম ছাত্রনেতা।