Thursday, June 19, 2025
Latestদেশ

পিছিয়ে গেল নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির তারিখ

নয়াদিল্লি: পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির তারিখ। বুধবার দিল্লি প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডের অপরাধীদের ফাঁসি হচ্ছে না। মুকেশ সিং প্রাণভিক্ষার আর্জি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন। এছাড়া গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে সে।

এদিন দিল্লির আম আদমি সরকার জানিয়েছে, ২২ জানুয়ারি সকাল ৭টায় নির্ভয়ার ধর্ষক মুকেশ সিং, পবন গুপ্ত, অক্ষয় সিং ঠাকুর ও বিনয় শর্মার ফাঁসি কার্যকর করা সম্ভব নয়। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানানোয় তার ফয়সালা না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।


কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণভিক্ষার আবেদন জানানোয় তাদের এখন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। তাদের আর্জি খারিজ করে দিলে, তার ১৪ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। তাই ২২ জানুয়ারি ৪ ধর্ষকের ফাঁসি হচ্ছে না বলে জানা গিয়েছে।

দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের নির্দেশ অনুযায়ী, ২২ জানুয়ারি ৪ দোষীকে ফাঁসিতে ঝোলানোর কথা ছিল। ৭ জানুয়ারি দিল্লির আদালত ৪ ধর্ষকের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। ২২ জানুয়ারি সকাল ৭টায় মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল পবন গুপ্তা, অক্ষয়, বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের। তবে ফাঁসি রদের শেষ রাস্তা হিসাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাল মুকেশ।