Thursday, June 19, 2025
Latestদেশ

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

নয়াদিল্লি: আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকায় ৫৭ জনের নাম প্রকাশ করল বিজেপি। প্রথম দফার তালিকায় তফশিলি জাতিভুক্ত ১১ জন। এছাড়া ৪ জন মহিলা এই তালিকায় স্থান পেয়েছেন। শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি।

আগামী ৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ আর ১১ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হবে। এদিন তালিকা প্রকাশ করে মনোজ তিওয়ারি বলেন, বৃহস্পতিবার রাতে দলের নির্বাচনী কমিটির বৈঠকের পরই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এদিন প্রার্থী তালিকা ঘোষণার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।


এদিন যে ৫৭ জনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পরিচিত মুখ হচ্ছে রোহিণী, বিজেন্দর গুপ্তা, মডেল টাউন থেকে কপিল মিশ্র, গ্রেটার কৈলাস থেকে শিখা রাই, নারেলা থেকে নীলকমল ক্ষত্রি প্রার্থী হয়েছেন। এছাড়া টিমারপুর থেকে সুরেন্দ্র সিং বিট্টু, তুঘলকাবাদ থেকে বিক্রম বিধুরি, চাঁদনি চক থেকে সুমন গুপ্তা, জনকপুরী থেকে আশিস বিদুরি এবং প্রতাপগঞ্জ থেকে রবি নেগি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

প্রসঙ্গত, ২০১৫ দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসন জিতেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৩টি আসন জিতেছিল বিজেপি।