বিজেপির জনপ্রিয়তায় অনেকে রাতে ঘুমোতে পারছেন না: মোদী
নয়াদিল্লি: ৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার দিল্লির দ্বারকার জনসভা থেকে কেজরিওয়ালকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিজেপির জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, তাতে অনেকেই আর রাতে ঘুমোতে পারছেন না। পাশাপাশি, আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প দিল্লি সরকার গ্রহণ না করে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই বাজেট দশকের দিশা দেখাবে। নতুন কর কাঠামোয় সকলের লাভ হবে। তবে সবকিছু নিয়েই রাজনীতি করছে আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেস।
#WATCH Live from Delhi: PM Modi addresses a public rally at Dwarka https://t.co/D1nRIUgh5E
— ANI (@ANI) February 4, 2020
দিল্লিবাসীর কাছে প্রধানমন্ত্রীর আবেদন, ভবিষ্যৎ ভালো করতে ৮ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিন। দিল্লিতে এমন সরকার দরকার, যে দিশা দেখাবে। বর্তমান সরকার হৃদয়হীন। নমোর কথায়, ২০১৯ সালে সারা দেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার ২০২০ তে সঠিক সিদ্ধান্ত নেবে দিল্লি।
সিএএ নিয়ে বিরোধীদের আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, আন্দোলনের নামে হিংসা ছড়াচ্ছে বিরোধীরা। স্বাধীনতার এত বছর বাদে নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করেছে তাঁর সরকার। কিন্তু তা রুখতে আন্দোলনের নামে হিংসা ছড়াচ্ছে। আদালতকেও মানছে না বিরোধীরা। বিরোধিতারা ভোটব্যাংকের রাজনীতি ছাড়া কিছু বোঝেন না বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।