Sunday, June 22, 2025
Latestদেশ

দিল্লি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ, ৮ ফেব্রুয়ারি ভোট, গণনা ১১ ফেব্রুয়ারি

নয়াদিল্লি: সোমবার দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা বলেন, ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচন হবে ৮ ফেব্রুয়ারি। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে ১১ ফেব্রুয়ারি।

সুনীল আরোরা জানান, ১৪ জানুয়ারি বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জানুয়ারি। মনোনয়ন স্ক্রুটিনি হবে ২২ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জানুয়ারি।

দিল্লি বিধানসভা নির্বাচনে ১.৪৬ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার জন্য প্রায় ৯০ হাজার কর্মী নিয়োগ করা হবে। ১৩,৭৫০ টি পোলিং স্টেশনে ভোট নেওয়া হবে। দিল্লি বিধানসভায় জেনারেল ক্যাটাগরির জন্য ৫৮টি আসন এবং এসসি ক্যাটাগরির জন্য ১২টি আসন আছে।


চিফ ইলেক্টোরাল অফিসার রণবীর সিং বলেছেন, ভোটার তালিকায় দেখা গেছে দিল্লিতে মোট ১,৪৬,৯২,১৬৬ জন ভোটার যার মধ্যে ৮০.৫৫ লাখ পুরুষ এবং ৬৬.৩৫ লাখ মহিলা।

৭০ আসনের দিল্লি বিধানসভার মেয়াদ ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ২০১৫ সালে ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি দিল্লিতে ক্ষমতায় আসে। বিজেপি পেয়েছিল ৩টি আসন।

ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই টুইট করেন বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এবারের নির্বাচন কাজের ভিত্তিতে হবে। পাল্টা বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, আমরা আশাবাদী, দিল্লির ভোটাররা বিজেপিকেই ভোট দেবেন।