মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যাচ্ছে ইউরোপীয় প্রতিনিধি দল, মোদীর সঙ্গে সাক্ষাৎ
নয়াদিল্লি: আজ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে ইউরোপিয়ান ইউনিয়নের ২৮ সদস্যের প্রতিনিধি দল। জানা গিয়েছে, মঙ্গলবার ওই প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যাবেন।
গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ রদ করে রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ভারপ্রাপ্ত সহ-সচিব অ্যালিস জি ওয়েলস গত সপ্তাহে এক বৈঠকে জানিয়েছিলেন, জম্মু ও কাশ্মীরের ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক নেতাকে আটক করার বিষয়ে আমেরিকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
Delhi: Delegation of EU (European Union) parliamentarians call on Vice President M Venkaiah Naidu at his residence. The delegation will visit Jammu and Kashmir tomorrow. pic.twitter.com/kIrsk3nlso
— ANI (@ANI) October 28, 2019
অ্যালিস আরও বলেছিলেন, আমরা ভারতীয় কর্তৃপক্ষকে আর্জি জানিয়েছি, মানবাধিকারকে সম্মান জানাতে এবং উপত্যকার ইন্টারনেট ও মোবাইল পরিষেবা সহ সেখানকার সব পরিষেবা চালু রাখতে। যদিও এর আগে আমেরিকা জানিয়েছিল, ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ভারতের সম্পর্ণ অভ্যন্তরীণ বিষয়। কেন্দ্রের মোদী সরকারও আন্তর্জাতিক সম্প্রদায়কে সাফ জানিয়ে দিয়েছিল, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক।