Sunday, March 16, 2025
Latestদেশ

বিজয়ায় রাফায়েল হাতে পেয়ে সনাতনী রীতিতে ‘অস্ত্র পুজো’ করলেন রাজনাথ সিং

প্যারিস: আজ বিজয় দশমী তথা দশেরাতেই আনুষ্ঠানিকভাবে রাফায়েল যুদ্ধবিমান হাতে পেল ভারত। বিজয়া দশমীতে দাসোঁর কারখানায় ‘অস্ত্র পুজো’ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ফ্রান্সের কাছ থেকে প্রথম রাফায়েল যুদ্ধবিমানটি নিতে সোমবার রাতেই প্যারিসে পৌঁছান রাজনাথ সিং। বিমান হস্তান্তরের আগে রাষ্ট্রপতি ইম্যানুয়েল মাকঁরের সঙ্গে বৈঠকও করেন রাজনাথ। রাজনাথ সিং বলেন, ভারতীয় উপমহাদেশে রাফায়েল শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করবে।

প্রায় ৫৯ হাজার কোটি টাকা খরচ করে ফ্রান্সের কাছ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ও মিসাইল বহনে সক্ষম ৩৬টি রাফায়েল  যুদ্ধবিমান কিনছে ভারত। যার প্রথম রাফায়েল হাতে পেল নয়াদিল্লি। সনাতনী রীতিতে বিজয়া দশমীর দিন অস্ত্র পুজো করলেন রাজনাথ সিং।


১৫০ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুতে এয়ার টু এয়ার মিসাইল ছুঁড়তে পারে এই রাফায়েল যুদ্ধ বিমান। অর্থাৎ ভারতীয় সীমারেখার মধ্যে থেকেও পাকিস্তানের অভ্যন্তরে কোনও নির্দিষ্ট জায়গাকে টার্গেট করতে পারবে রাফায়েল। এমনকি উত্তর এবং পূর্ব সীমান্তের কোনও স্থানে থাকা লক্ষ্যবস্তুর উদ্দেশ্য মিসাইল ছুঁড়তে পারবে রাফায়েল।

মোট ৯৫০০ কেজি অস্ত্র বহনে সক্ষম এক একটি রাফায়েল। এতে রয়েছে অস্ত্র বহনের জন্য ১৪টি হার্ডপয়েন্ট। আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি মিসাইল বহনে সক্ষম এই ফ্রেঞ্চ যুদ্ধ বিমান। স্মার্ট বম্ব বা ক্লাস্টার বম্ব বহনেও সক্ষম। বহন করতে পারে পরমাণু অস্ত্রও।