Saturday, April 20, 2024
দেশ

সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে ইতিহাস গড়লো ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমশ ভারতীয় পণ্যের চাহিদা বিপুল হারে বাড়ছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের কারণে এই সফলতা আসছে বলেই মনে করছেন একাংশ।

জানা গেছে, ২০২২-২৩ আর্থিক বর্ষে (Financial Year 2022-23) সর্বকালের সমস্ত রেকর্ড ছাপিয়ে আনুমানিক ১৬ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম (Defence exports) বিক্রি করেছে ভারত।


শনিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২০২২-২৩ আর্থিক বর্ষে ভারত আগের সমস্ত রেকর্ড ভেঙে ১৬ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে রপ্তানি করেছে। মোট ৮৫টির বেশি দেশে এই সরঞ্জাম বিক্রি করেছে ভারত। যা ২০১৬-১৭ আর্থিক বর্ষের থেকে ১০ গুণ বেশি।