Thursday, June 19, 2025
Latestদেশ

৫ লাখ ৫১ হাজার প্রদীপ জ্বেলে দীপাবলি পালিত হল অযোধ্যায়, তৈরি হল ইতিহাস

অযোধ্যা: দীপাবলি উপলক্ষে অযোধ্যায় ৫.৫১ লাখ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসব পালন করল যোগী আদিত্যনাথ সরকার। এদিন সরযু নদীর তীর সাজিয়ে তোলা হয় প্রদীপের আলোয়। ২০১৭ সালে ক্ষমতায় এসেই উত্তরপ্রদেশে দীপোত্‍সব শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার ৫ লাখ ৫১ হাজার মাটির প্রদীপ জ্বালিয়ে দীপোৎসব পালন করা হচ্ছে অযোধ্যায়।

‘দীপোৎসব’-এর শুভ সূচনা করেনন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। এসময় উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দিবেন পটেল সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা। শনিবার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে অযোধ্যায় রামের ট্যাবলো সহ পদযাত্রা বের করা হয়। সকেত কলেজ থেকে শুরু করে মিছিল শেষ হয় রামকথা পার্কে। বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেন অনুষ্ঠানে।


এদিন অযোধ্যার দীপোত্‍সবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ভগবান শ্রী রামচন্দ্রের পদাঙ্ক অনুসরণ করে তাঁর সরকার পরিচালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রামচন্দ্রের নির্ধারণ করে দেওয়া সীমারেখাই আমাদের জয়ের পথে এগিয়ে দেয়। অযোধ্যা যে তার ঐতিহাসিক মর্যাদা ফিরে পারে সে বিষয়ে আমার মনে কোনও প্রশ্ন নেই। আর এজন্য আমাদের রামের নির্ধারণ করে দেওয়া সীমারেখা লঙ্ঘন করার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, রাজনৈতিকভাবে সংবেদনশীল রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার দৈনিক শুনানি শেষ হয়েছে। ফলে খুব শ্রীঘ্রই অযোধ্যা মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। তার আগে যোগীর এই মন্তব্যকে সাধারণ মানুষের প্রতি তাঁর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা হিসেবে দেখা হচ্ছে।