এবার বর্ধমানে আক্রান্ত হলেন দেবাঞ্জন বল্লভ
বর্ধমান: এবার বর্ধমানে আক্রান্ত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন বল্লভ ও তাঁর বান্ধবী প্রজ্ঞা। দেবাঞ্জনের অভিযোগ, বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক তাঁর উপর হামলা চালায়। অভিযুক্তরা এবিভিপি সমর্থক বলে দাবি দেবাঞ্জনের। এ ঘটনায় রাতে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেবাঞ্জন।
দেবাঞ্জনের অভিযোগ, বান্ধবীকে নিয়ে বাসে ওঠার সময় তাদের ওপর অতর্কিতে হামলা চালায় কয়েকজন যুবক। তাঁকে কিল-চড়-ঘুষি মেরেছে বলেও অভিযোগ করেছেন দেবাঞ্জন। দুষ্কৃতীদের একজন তাকে হুমকি দিয়ে বলেন, বাবুল সুপ্রিয়কে মারার জন্য নাকি তাকে ছেড়ে দেওয়া হবে না।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে চুলের মুঠি ধরে টানেন সংস্কৃত কলেজের ছাত্র দেবাঞ্জন বল্লভ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর ওই ছাত্রের ক্যান্সার আক্রান্ত মা রূপালি বল্লভ আতঙ্কিত হয়ে কাতর আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুলের উদ্দেশে। টুইটে দেবাঞ্জনের মাকে ‘মাসিমা’ সম্বোধন করে বাবুল সুপ্রিয় আশ্বাস দিয়েছিলেন, দেবাঞ্জনের কোনও ক্ষতি করা হবে না। সে দিনের নিগ্রহ নিয়ে তিনি পুলিশে অভিযোগ করবেন না বলেও জানিয়েছিলেন বাবুল।
যদিও দেবাঞ্জন দাবি করেছিলেন, তাঁর অসুস্থ মার উপর জোর খাটিয়ে তথাকথিত কাতর আর্জি আদায় করিয়েছিলেন সঙ্ঘ-শিবিরের লোকজনই। এ দিনের ঘটনাতেও সরাসরি বিজেপি-এবিভিপিকে অভিযুক্ত করেছেন দেবাঞ্জন।