Wednesday, June 26, 2024
রাজ্য​

প্রশান্ত কিশোরকে ভুলে যান! বাংলায় বিজেপি কতগুলো আসন পাবে বলে দিলেন দেবাংশু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ। তার আগে পশ্চিমবঙ্গে বিজেপি কতগুলো আসন পাবে তা নিয়ে ভবিষৎবাণী করলেন তৃণমূল নেতা দেবাংশু।

টুইটে দেবাংশু লিখেছেন, ‘পিকের কথা ভুলে যান। পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের ফলাফল কী হবে সেটা জেনে নিন। ২০১৯ সালে টিএমসি পেয়েছিল ২২টি আর বিজেপি পেয়েছিল ১৮টি আসন। এবার ২০২৪ সালে তৃণমূলের ট্যালি শুরু হবে ২৩ থেকে বিজেপির ট্যালি শুরু হবে ১৭ কম থেকে। এটা বলা যাবে না তৃণমূল-বিজেপির এই হিসেব কোথায় গিয়ে শেষ হবে। আমি যদি এটা পরিষ্কার ভাবে বলি তাহলে বলতে হবে, তৃণমূল কমপক্ষে ২৩টি আসন জিতবে আর বিজেপির সর্বোচ্চ আসন পেতে পারে ১৭টি।’

উল্লেখ্য, ভোট কুশলী প্রশান্ত কিশোরের মতে এবারের লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। তাঁর মতে লোকসভা ভোটে সিট পাওয়ার নিরিখে বাংলায় ১ নম্বর দল হয়ে উঠতে পারে বিজেপি।

তবে মমতা ও অভিষেক দাবি করছেন এবার বাংলায় ৪২টি আসনের ৪২টিতেই জিতবে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সেখানে দেবাংশু বিজেপিকে আসন সংখ্যায় অনেকটাই এগিয়ে রাখলেন।