Wednesday, July 24, 2024
আন্তর্জাতিক

ইতালিতে ব্রিজ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

জেনোয়া: ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়ায় মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ একটি মোটরওয়ে ব্রিজ ধসে পড়ার ঘটনায় ৩৯ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। ব্রিজটি যখন ধসে পড়ে তখন এর ওপর ৩০ থেকে ৩৫টি গাড়ি এবং তিনটি ভারী যানবাহন ছিল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মোরান্দি ব্রিজ ভেঙে ৪৫ মিটার উঁচু থেকে কয়েক ডজন গাড়ি নিচে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হয়েছেন ৩৯ জন। ধসে পড়ার সময় সেটির উপর যানবাহনের লম্বা লাইন ছিল। দুর্ঘটনার পরে সেখানকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কুকুর ও ক্লাইম্বিং গিয়ার ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকলবাহিনীর প্রায় ৩০০ কর্মী। এদিকে ব্রিজের অন্য অংশও ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় শত শত মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

ইতালির যোগাযোগমন্ত্রী দানিলো তোনিনেল্লি টুইটারে এ দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। প্রসঙ্গত, ১৯৬০ সালে নির্মিত এই মোটরওয়ে ব্রিজটিতে ২০১৬ সাল থেকে পুননির্মাণের কাজ চলছিল।