Friday, June 20, 2025
Latestদেশ

পাকিস্তানের হিন্দু ক্রিকেটার ‘দানিশ কানেরিয়া কান্ড’ অক্সিজেন জোগাল মোদী-শাহকে

নয়াদিল্লি: বৃহস্পতিবার বোমা ফাটান প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তিনি বলেন, শুধুমাত্র হিন্দু হওয়ার জেরে দানিশ কানেরিয়ার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। দানিশ হিন্দু বলে দলেও ব্রাত্য ছিলেন। কানেরিয়ার সঙ্গে অনেকে বসে খেতে পর্যন্ত চাইত না। শোয়েব আখতারের বিস্ফোরক এই স্বীকারোক্তি নড়িয়ে দিয়েছে ক্রিকেট মহলকে।

শোয়েব আখতারের এই মন্তব্য়ের জেরে অক্সিজেন পেলেন মোদী-অমিত শাহরা। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীদের কোণঠাসা করতে এবার শোয়েব আখতারের এই সাক্ষাৎকারকে হাতিয়ার করল বিজেপি। কেননা সংশোধিত নাগরিকত্ব আইনে পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

বিজেপির দাবি, একজন স্বনামধন্য ক্রিকেটারের যদি এই হাল হয়, তাহলে ভাবুন সাধারণ হিন্দুরা পাকিস্তানে কি অবস্থায় আছেন। এই নিপীড়িত হিন্দুদের জন্যই নাগরিকত্ব আইন প্রনয়ন করেছে মোদী সরকার। নির্যাতিত পাকিস্তানি সংখ্যালঘুদের ভারতে স্বাগত।

প্রসঙ্গত, ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় দলে খেলেছেন দানিশ কানেরিয়া। অনিল দলপতের পরে দানিশ কানেরিয়া পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলেছেন। ৬২ ম্যাচে ২৬১টি উইকেট নিলেও কানেরিয়া ব্রাত্য পাকিস্তান ক্রিকেটে।

দানিশ কানেরিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ পাকিস্তানের সমস্ত কিংবদন্তি ক্রিকেটার, ক্রিকেট প্রশাসকদের কাছে সাহায্যের আবেদন করছেন। তিনি বলেন, আমি খুব কষ্টে আছি। আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন। পাকিস্তানের অসংখ্য মানুষের কাছে আমি সাহায্য চেয়েছি। কিন্তু কোনও সাহায্য পাইনি।

এদিকে, উত্তরপ্রদেশের মন্ত্রী মহসিন রাজা বলেছেন, দানিশ কানেরিয়া ভারতে চলে আসুন। নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারতের নাগরিক হয়ে যান। পাকিস্তানে ধর্মীয় নিপীড়ন থেকে মুক্ত হয়ে যান।